আহা তেমন করে যদি বাঁধতেই পারতাম
তাহলে তো ছন্দেই লিখতাম
এ মহাকাব্যের পাতায় পাতায় যা লেখা
তারই পাঠোদ্ধারে কিছুটা মগ্ন আছি


এলোমেলো ছন্দহীন এজীবনে
তাই যা লিখছি তা কবিতা নয়
ছন্দহীন এলোমেলো কথা
কোনটা কবিতা আর কোনটা কবিতা নয়
এ প্রশ্নের মীমাংসা জানে কি কেঊ?
যে লেখে কবিতা সে অন্য কেউ আমি না


নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘে
বৃষ্টি হবে না ঝড়
সে কথা কেউ কি বলতে পারে?
যে পারে সে পারে আমি পারিনা
যে লেখে কবিতা সে অন্য কেউ আমি না।