যখনই তোমাকে কল করতে যাই
দেখি টাওয়ার ফেল
কিছু অভাব অভিযোগের কথা জানাতে চাই
কিন্তু ঠিক সময়ে তা জানাতে পারিনা
টাওয়ার ফেলের জন্য
তুমি তো আবার পরে সে সব শুনবে না।


কি যে মুশকিল হয়েছে আমার
যখন যেটা বলতে চাই
তখন সেটা বলতে না পারলে
পরে আর মনে থাকেনা আমারও
তোমাকেও দিনরাত কত মানুষের
অভাব অভিযোগের কথা শুনতে হয়
তাই পরে তুমিও সে সব শুনবেনা।


কি যে করি বলতো এ সঙ্কটে
তোমার কাছে পৌঁছোতে হলেও তো
হার্ডল রেসে সামিল হতে হবে
সরাসরি তোমার কাছে যাওয়ার
একটা রাস্তা বাতলে দাওনা
তাহলেই কেল্লা ফতে
শুকনো নদীর জলে আবার প্লাবন আসবে
সেই জলধারায় শস্যেরা কানাকানি করে বলবে
এবার সুদিন এল বুঝি
আমি নিজের জন্য বলছিনা
সেই তাদের জন্য বলছি
যাদের কথা কেউ শোনেনা
সরাসরি তোমার কাছে যাওয়ার
রাস্তাটা বাতলে দাওনা প্লিজ


দিনরাত এই টাওয়ার ফেলের ঝমেলা
আর সইতে পারিনা।