বসে আছি পুকুরের বাঁধানো সিঁড়িতে                    
সন্ধ্যা হয়ে এলো, কেউ কোত্থাও নেই                  
হঠাৎ জল থেকে উঠে এল পরী                
সামনে এসে দাঁড়ালো সে
বলল চলো ডুব সাঁতারে ওপারে যাই
আমি কিছু বলার আগেই
খপ ক'রে হাতে ধ'রে জলে নামালো
পুকুরের জলে নাকানি চোবানি খেতে খেতে
ওপারে পৌঁছে নিয়ে গেল তেপান্তরের মাঠে
তখন পূবের আকাশের লাল সূর্য
তার দুই ভ্রূর মাঝখানে


আস্তে আস্তে বেলা বাড়ছে
সোনা রঙ ছড়িয়ে পড়ছে চারদিকে
দূর থেকে ভেসে আসছে গানের সুর
'আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও.....