জানিনা তোমার নাম না জানি ঠিকানা
তবু যেন মনে হয় খুব চেনা চেনা
দেখা হয় প্রতিদিন যাতায়াত পথে
মনে ভাবি কাছে যাবো বলবো সে কথা
সে কথা বলবো বলে যেই কাছে গেছি
অমনি হয়েছ তুমি ভয়ে গুটিসুটি
যাই আর ফিরে আসি বলা যে হয়না
এ ভাবেই দিন যায় আর যে পারিনা
আমি যে তোমার কথা ভেবে হই সারা
সে কথা বোঝো কি তুমি ওগো মনচোরা
নয়নে নয়ন রাখো হাতে রাখো হাত
যা কিছু বলার আছে বলে যাবো আজ
সময় পাবোনা আর লগ্ন বয়ে যায়
বলো সখা বলো তুমি নেবে তো আমায়?



ছন্দঃ অক্ষরবৃত্ত