ঝড় এল ঝড় এল বলে সবে করে হাঁকডাক
হাঁসগুলি ঘর পানে দৌড় দেয় ক'রে প্যাঁকপ্যাঁক
গরুগুলি মাঠ থেকে ছুট মারে গোয়ালের দিকে
আমি তুমি ভয় পেয়ে দৌড় দিই মুখচোখ ঢেকে
গাছগুলি মাথা নাড়ে বাতাসের বেগে
মনে হয় নাচে যেন খুব বেশি রেগে
পাখি সব করে রব ভীত হয়ে প্রাণে
আমি তুমি প্রাণভয়ে ডাকি ভগবানে ।