পথে দেরি হল ব'লে আজ আর নয়
অন্য কোনোদিন তবে আসবো নিশ্চয়
আসার তো ইচ্ছে করে পাইনা সময়
সময় যখন আসে পথে দেরি হয়
ভুল পথে ঘুরে ঘুরে যখন তোমার দ্বারে
দেখি তুমি বাড়ি নেই হয়তো তখন তুমি অন্য কোথাও
কতবার এভাবেই দরজায় কড়া নেড়ে চলে যাই
তোমার ভ্রূক্ষেপ নেই তবে কেন অকারণ দোষারোপ করো
বুঝেও বুঝিনা আমি শুধু দোষী সেজে চলে যায়
'দোষ কারো নয় গো মা আমি স্বখাতসলিলে ডুবে মরি শ্যামা'