আমার কথারা কোনও শব্দ করেনা
সাদা পথে নিঃশব্দে হেঁটে যায়
পথে যেতে যেতে ধুলোবালি একটু লাগে বটে
কিন্তু তা তো স্বাস্থ্যের পক্ষে ভালো


এইভাবে হাঁটতে হাঁটতে
কখন তারা বড় হয়ে গেছে
আমি ঠিক টের পাইনি
এইবার এই কথারা বন্ধুত্ব গড়ে
ঝগড়া করে,এমন কি দূর দেশেও পাড়ি দেয়
যে কথারা এক সময় টুঁ শব্দ করতনা
তারা এখন আমার অবাধ্য
আমি কিছুতেই তাদের বাগ মানাতে পারিনা
দড়ি ছেঁড়া বাছুরের মত এদিক ওদিক ছুটে বেড়ায়
আমি তাদের পিছু পিছু ধাওয়া করেও
ধরতে পারিনা


এই অবাধ্য কথারাই মুশকিলে ফেলেছে আমাকে।