এখন সেই সময় যখন গিঁটগুলি বাঁধছি
বেশ শক্ত পোক্ত ক'রে
যাতে কোনও কিছুই খুলে ছড়িয়ে না যায়
কত যে গিঁট বেঁধে রেখেছি এ জীবনে!
এক জীবনে এত গিঁট বেঁধে যে কী লাভ
না জেনে শুধু বেঁধেই চলেছি।


আর এই এক জীবনেই
সেই গিঁটগুলো প্রথমে আলগা ক'রে
তারপর ক্রমশ খুলে খুলে যেতে হবে
এই গিঁট বাঁধা আর খোলা
এ খেলা চলছে নিরন্তর।