অতি লোভে তাঁতি       নষ্ট
অতি ভোগে সমাজ      ভ্রষ্ট
কেষ্ট মিলবে করলে     কষ্ট
এ সব কথা নয়তো     স্পষ্ট
সত্যি বললে সমাজ     রুষ্ট
যে বলছে কথা অতি    মিষ্ট
জানবে সে অতি          দুষ্ট
ওরা গরীব চুষে হৃষ্ট     পুষ্ট
করছে মানুষকে কীট    দষ্ট
এ সব দেখে হয় যে     কষ্ট ।