আবার আষাঢ় এলো
তবে বড় দেরি হ'ল তার
মেঘের গুরুগুরু আওয়াজ শুনে
বারান্দায় আরাম কেদারা নিয়ে
বসেছিল যারা
না পেয়ে তার দেখা
তারাও গাইতে শুরু ক'রেছিল
'তোমার দেখা নাইরে, তোমার দেখা নাই' ব'লে


বর্ষায় ভরসা নেই আর
এখন সে ঠিক সময়ে আসেনা
ইদানিং বড় অভিমানী হয়েছে সে
আগে এতটা ছিলনা


তাই অনেক কাকুতি মিনতি চারদিকে
কত আবাহন, কত যজ্ঞ
কোথাও আবার ব্যাঙের বিবাহ
এ সবই তার মান ভাঙানোর জন্য


শেষমেশ তিনি এলেন
একতারা হাতে নিয়ে
'বাদল-বাউল বাজায় রে একতারা-
সারা বেলা ধ'রে ঝরোঝরো ঝরো ধারা।'