অন্তিম বয়সে তুমি যেন
গুলি খাওয়া রেসের ঘোড়া
ঘোড়া ম'রে গিয়ে বেঁচে যায়
আর তুমি ক্ষত নিয়ে বেঁচে থাক


অন্তিম বয়সে এই নিয়তি তোমার
যারা বাজি ধ'রেছিলো
সারাজীবন তাদের জন্য দৌড়েছ শুধু
তারপর জেতা-হারা উভয়পক্ষই
তোমাকে ভুলে যায়
শেষমেশ বৃদ্ধ রেসের ঘোড়ার মত
তুমি গুলি খেয়ে
জীবন্মৃত হ'য়ে বেঁচে থাক।