যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা
এই স্বাধীনতায় বিশ্বাস ক'রে
পাতার পর পাতা ভর্তি ক'রে লিখে গেলাম
কবিতার খসড়া সব


সে গুলোকে সময় ক'রে
সঠিক রূপ দিতে পারিনি
কতদিন তারা এভাবে আছে জানিনা


যত বয়স বাড়ছে ভয় হচ্ছে
যদি হঠাৎ কিছু হয়ে যায়
তখন তো ওগুলো সব আনাড়িদের হাতে পড়বে
যাদের আনপড় বললে অত্যুক্তি হয় না
তারা তো তাদের মত অর্থ করবে সে সবের
আর অপ্রকাশিত পাণ্ডুলিপি হাতে নিয়ে
নানা ফন্দি আঁটবে


চিতায় উঠতে উঠতেও
এ ভয় আমার যাবেনা।