সারাটা জীবন সেই তোমাকেই খুঁজি
এ তুমি কেমন তুমি সে কি জানি আমি
তবু খুঁজি।


সারাটা জীবন সেই একটি কবিতা লিখবো ব'লে
কত নিশি জাগি,লিখি,ছিঁড়ে ফেলি
তবু লিখি।


সরাটা জীবন যেমন অকাজে কাটে
এও ঠিক তাই, যা লিখি আর যা লিখতে চাই
এ দুটো এক নয়।


এসব ভাবতে ভাবতেই শমন দরজায় কড়া নাড়ে
বলি তাকে 'তিলেক দাঁড়া ওরে শমন'
শেষ লেখা লিখছে কলম।