এতদিন ধ'রে তিলে তিলে যে অক্ষরগুলি
পরম মমতায় জমিয়েছিলাম
মানবপ্রেমী কিছু শব্দ তৈরি ক'রবো ব'লে
আজ তাদের কয়েকটাকে মুক্তি দিয়ে বললাম-
'যা তোরা আজ থেকে স্বাধীন'
এই স্বাধীনতা পেয়ে
তারা শব্দ গঠনের ক্ষেত্রে
কোনও নিয়ম কানুন মানলো না
বলল-'আমরা আধুনিক হবো'
তারা মিলেমিশে একের পর এক
খুন,জখম,অপহরণ ,ধর্ষণ.........
এই সব মানব বিদ্বেষী শব্দ তৈরি ক'রলো


আর আমি তাদের মুক্তি দিয়ে
আইনস্টাইনের মতো কপাল চাপড়াতে থাকি।



*এই আসরে ২০০ তম কবিতা এটি ।