ফিরে দেখবে না জেনেও
কেন আকুল নয়নে চেয়ে থাকা?
আপন মনে সে চলে যাচ্ছে
এই পরবাস ছেড়ে নিজবাসে।


সেখানে অপেক্ষাতুর একান্ত আপনজন
তাই এই দিকে ফিরে তাকাবার অবসর নেই
তোমার মানেনা মন
তাই আকুল নয়নে চেয়ে থাকো
ভাব যদি একবার ফিরে তাকায়
সে কিন্তু দ্রুত পায়ে চলে যায়
তুমি ব্যর্থ মনোরথ হয়ে গাইতে থাকো
'এই আসা- যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি......।