ভূত-১


চলে যেতে যেতে থমকে দাঁড়ায়
মনে হয় কেউ যেন ডাকছে আমায়
পিছু ফিরে দেখি কেউ নেই
এ কি তবে আমার মনের ভুল!


যে আমি সারাজীবন ভূতের ভয় পাই নি
সেই আমি ভূতের ভয়ে
আরও দ্রুত হাঁটতে থাকি
এ কোন ভূত!


ভূত-২


ছোটবেলায় ভূতের ভয় পাই নি
আজ এই বেলায় ভূতের ভয়ে অস্থির
চারিদিকে শুধু ভূত আর ভুত
কে যে কখন ঘাড় মটকাবে বুঝতে পারি না
ঘুমঘোরে ভূত ভূত বলে চিৎকার করি
ভূতেরা দল বেঁধে আমাকে বাঁচাতে আসে


তবে কি আমার ঘাড় মটকাবার
সময় হয় নি এখনও?