বর্ষণ মন্দ্রিত সন্ধ্যা
কে যেন দরজায় কড়া নাড়ল
আমি ছুটে গিয়ে দরজা খুলে দি
আর বলি-'এসো আমার ঘরে'
এই সম্বোধনে ভেতরে বসতে দিই
তারপর গীতবিতানের পাতা থেকে
একের পর এক পড়তে থাকি
তিনি মুচকি হেসে
আমার মুখের  দিকে তাকিয়ে থাকেন
আমি আবেশ বিহ্বল হয়ে যাই
পড়তে পড়তে হঠাৎ দেখি তিনি নেই
এই তুমুল বৃষ্টিতে তিনি গেলেন কোথায় ?
সাধ ছিল মনে শোনাব তারে
'এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।'