কিছুই করিনি এ জীবনে
ধূলি শয্যায় শুয়ে থাকা মানুষকে
হাত ধ'রে তুলতে পারিনি
কারও চোখের জল
দু'হাতে মুছিয়ে দিতে পারিনি
নিজের অদৃশ্য চোখের জলও মুছতে পারিনি
অবিরল ঝ'রে যাচ্ছে সকলের অগোচরে
কি কাজ এ জীবনে ?


'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল'
এই তবে শেষ পরিণাম !
তবু 'নকল বুঁদিগড়' গড়ে চলেছি
দুদণ্ড আশ্রয় পাব ব'লে
আর সারাজীবন এক ত্রাণ শিবির থেকে
অন্য ত্রাণ শিবিরে উদ্বাস্তুর মত ঘুরে বেড়াচ্ছি ।