ট্রেনে যেতে যেতে যখন চোখে পড়ে
উলঙ্গ শিশুরা প্ল্যাটফর্মে খেলে বেড়াচ্ছে
কিম্বা যাত্রা শেষে ফুটপাথে দেখি
মানুষের নরক জীবন
প্রশ্ন জাগে কার স্বাধীনতা ?


ওদিকে শহরে ঢুকে দেখি তারস্বরে মাইক বাজছে
কত গান নীতিকথা ভেসে আসছে কানে
পতাকায় পতাকায় ছয়লাপ চারিদিক
মনে হয় এ কোথায় এলাম!
সংস্কৃতির শহরে কত নাচাগানা
খানাপিনা, হৈ হুল্লোড়
আজ স্বাধীনতা দিবস!


কিসের স্বাধীনতা?


আগে ব্রিটিশের দোহাই দিয়ে কাটিয়েছ দিন
এখন তো তোমাদের দিন
তাহলে এদেশে কেন এত দীন?
আমরা অনায়াসে পারি তাদের হাতখানি ধরতে
কিন্ত আমরা হাত মুঠো করে রেখেছি
কি এমন ক্ষতি হবে যদি মুঠো খুলি?
জানি অনেকেই বলবেন কপচাচ্ছে বুলি।


তবু যা দেখছি তাই তো বলে যেতে হবে
না হলে যে অনৃতভাষণে হব দোষী
আর এইসব আবোল তাবোল কথা শুনে
সেই দেশপ্রেমিক আড়ালে হাসছেন
যার মৃত্যু বিমান দুর্ঘটনায় বলে প্রচারিত
তিনি চেয়েছিলেন এক দেশ,এক জাতি,একপ্রাণ
এক ধর্ম -মনুষ্যত্ব


আমাদের আজ তিনটি স্বাধীনতা দিবস।