আমি তোমাদের কাছে নতজানু হয়ে বললাম
সৎ ও সাহসী হও , এক হও
ওরা বলবেই হিন্দু, মুসলমান ,খ্রিষ্টান
আমি বলব তোমরা তো মানুষ ।


কিন্তু তোমরা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছনা
যখনই
তোমরা একটিমাত্র সত্যের মুখোমুখি দাঁড়িয়েছ
তখনই
বিভেদের এক টুকরো রুটি
তোমার সাম্য আর স্বাধীনতার স্বপ্ন কে
ভেঙে টুকরো টুকরো করেছে।


আমি নতজানু হয়ে বলছি আবার
তোমরা বিশ্বাস করতে শেখো
লড়াই ছাড়া জয় অসম্ভব।



* এই কবিতাটি অনেক দিন আগে লেখা।