এ খাতার পাতা ওলটাতে ওলটাতে দেখি
শুধু একটি মাত্র পাতা ছেঁড়া
কোথায় হারিয়ে গেল সেই পাতা!
কি এমন লেখা ছিল যা ছিঁড়ে নিয়ে গেছে কেউ
ভাবি ভাবতেই থাকি
ভাবতে ভাবতে দুপুরের রোদ গড়িয়ে যাচ্ছে
বিকেলের দিকে।


এক দিন হঠাৎ করে মনে পড়ে
সে পাতায় লেখা ছিল একটিই কবিতা
শুধু কবিতার বিষয়টি আবছা মনে পড়ে
কথাগুলি ভুলে গেছি বেমালুম
কালের অমোঘ নিয়মে
সেই পাতা ছিঁড়ে নিয়ে গেছে কে?


প্রমাণ ছাড়া সাধারনত বলিনা কিছুই
তবু সেদিন যে পড়ে বলেছিল
এ কবিতা ছাপা যাবে না কোথাও
এ আমার স্বত্বাধিকার


আজ নির্দ্বিধায় বলতে পারি
এ খাতার নির্দিষ্ট পাতাটি
ছিঁড়ে নিয়ে গেছে সেই সর্বনাশীই ।