অনেক লিখেছ তুমি হাবিজাবি
নিজে জানো কী লিখেছ?
নিজেই বলেছ তুমি নিজেকে মহান
কষ্ট হয় দেখে স্পর্ধা তোমার
কে বলেছে ছড়ি হাতে
এই দেখ অস্ত্র তীক্ষ্ণ ক্ষুরধার
একা নই,অনেকেই সামিল এবার
এসো রণে দেখি সাহস তোমার
দজ্জাল রমণী গলায় বলে যাও অর্থহীন কথা
নিজেও জানো না।



( অনেক দিন আগের কথা,তখন সবেমাত্র কবিতা লিখতে শুরু করেছি। শক্তি চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায়'এত কবি কেন?'
শিরোনামে একটি নিবন্ধে তরুণ কবিদের যাচ্ছেতাইভাবে আক্রমণ করেছিলেন।তার প্রতিবাদে একটি লিটল ম্যগাজিন এ 'বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়' শিরোনামে আমি একটি নিবন্ধ লিখেছিলাম। রবিবারের আনন্দবাজারে' টুকরো খবর' এ লেখাটির প্রশংসা করা হয়ে ছিল।তার কয়েকদিন পরেই দেখি 'দেশ' পত্রিকায় একটি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় যেন আমাকেই আক্রমণ করেছেন।সেদিন তার প্রত্যুত্তর হিসেবে আমি এই কবিতাটি লিখেছিলাম যা আজ প্রথম পাঠকের দরবারে নিয়ে এলাম।)