হে বালক ভেবেছিলে তুমিও একদিন
ক্রমশ রঙিন হবে অনাগত দিন
লাল নীল জামা গায় হয়েছো রঙিন
দিন তবু হয়ে গেছে দীন প্রতিদিন
ভেবেছিলে এ দিঘির স্থির থাকা জল
কোনও চঞ্চল বন্যায় হবে টলমল
দীঘি জল কমে আসে নেই তাতে ঢেউ
আজ অব্দি ঢিল ছুঁড়ে দেখেনি তো কেউ
আজও সেই বাঁশি হাতে বাজাও যে সুর
হয় কি আগের মত ততই মধুর?
বাঁশিখানি হাতে আছে সুর যে বেসুর
তবুও বাজাও তুমি করোনা কসুর
আবার বাঁশির সুর হবে সুমধুর
সে আশায় দিন গুনে হলাম ফতুর।