কোথাও কী ভুল হল জীবন যাপনে?
মনে তো পড়েনা ঠিক আজ এই দিনে
শুধু কাজ করে গেছি না করি কু-কাজ
তবু কেন মনে হয় এইসব আজ?
হয়তো বা ভুল ছিল নয়তো বেভুল
এই ভেবে দিন রাত হৃদয় আকূল
ভুলে ভরা এ জীবন এই সত্য মানি
এর থেকে আর বেশি আমরা কি জানি?


কুয়াশায় ঢেকে যাচ্ছে যেন চারিদিক
কোথা সেই আলো পাবো যা দেখাবে দিক
অকুল পাথারে ভাসি নৌকা ডুবু ডুবু
তীরে বসে মজা দেখে যত বাস্তুঘুঘু
এই সব ভেবে ভেবে রাত পার হয়
মাথার ওপরে দেখ টিকটিকি কী কয়।