আমি দূর হতে দেখেছি তোমায়,
তবু মনে হয় কত কাছে;
কী জানি এ কার ভুল
এই মরীচিকার দেশে ।
স্বপ্ন গুলো উ‌‌‌‌‌কিঁ মারে
সম্ভবের দুয়ারে।
তোমার চোখে সবই ভুল
বোঝাও কত মন রে।
হৃদয়ে তোমার প্রেমের মেঘ
উঠবে আবার কবে,
কেনো এত ভয়,  কেনো এত ভয়,
শুরুও তো হয়নি সবে,
বিশ্বাস যদি নাই বা করো
অবিশ্বাসের পথেই,
বাসবো ভালো সারাটা জীবন
তোমার হাসি দেখে।
জানিনা কবে শুরু হয়েছিল
এ প্রেমের মালাগাঁথা?
তবুও আমি এগিয়ে যাই
পেলাম যদি বা ব্যাথা।
হয়তো একদিন রাখবো মাথা
তোমার উষ্ণ বুকে,
করবে উজাড় তোমার প্রেম
বিশ্বাসে ভার রেখে।
জানি না প্রিয়া, আর কতদিন
থাকবে তুমি দূরে?
দুরকে কবে নিকট করিয়া
আসিবে আমার গৃহে ।
চঞ্চলা প্রাণে বাগ্মী কন্ঠে,
ভরাবে আমার মন
তোমার তরে পাবো একটা
সুখী গৃহকোণ।
হৃদয় তটে তোমার স্থান
ফাঁকা রয়েছে আজও,
ধরা দাও প্রিয়া একটিবার
ছাড়বো না হাত মরণেও।।


-----------সমাপ্ত-------------