জীবনের লীলা খেলায় মাঝে মাঝে
নিজেকে অবাঞ্চিত মনে হয়-


বিনষ্ট, বিচলিত ফুলের স্বাভাবিক সৌন্দর্য।
জীবনের প্রকৃত সংজ্ঞা দিতে পারব না-
আমার বাস্তবতার প্রতিচ্ছবি-


চিন্তাহীন, মুক্তপ্রাণে, খেলাচ্ছলে সময় কাঁটাতাম।
ভাবতাম- এটাই জীবন।


সকল তৃপ্তির মাঝে গুপ্ত তুষে আগুনে পড়ে আবার -
হয়তো- এটাই জীবন।


অনিশ্চিত স্থায়িত্ব,
বেকারত্বের দহন জ্বালা দিবানিশি-
চোখে অমানিশার অন্ধকার,


হতাশার বাস্তবতায় দিশেহারা -
সামান্য ডিঙ্গি নৌকা কতটুকুই বা ভরসা দিতে পারে-
মৃত্যুর প্রহর গোনা।
এটাই জীবন।


মানুষ নামের অবহেলিত জীবদের দেখি-
বিধাতার অপার মহিমায়-
সীমাহীন পাথারে তরীহীন ডুবু ডুবু ভ্রমণ।


পৃথিবীর পরম্পরায় জীবনের গতিধারায়,
কোন এক সময় নিজের কাঁধে সংসারের হাল,


ভাঙ্গা গড়ার মিল বন্ধনে চলছে অবিচল।
জীবন এটাই-----------------------------------------------------------------------------------