বাহিরে বৃষ্টি -
মনের তৃপ্তির
স্মৃতিগুলো গড়ে উঠে প্রতি রাত ।


বছরের সকল দিনের-
রাত বারোটা মনে হয়
আজ শেষ।


ঘ্রানের সকল মধু -
নিয়ে জাগবে আবার
সে কালের দুরন্ত যৌবন ।


শুদ্ধ চেতনায় চলবে
আগামী দিনের নতুন স্বপ্নের পৃথিবী -
শিশিরের সকল
রাতের পরশ নিয়ে ।


সূর্যকে ডেকে বলেছি -
বৃষ্টির জলে থেমে গেছে
সাহসী যৌবন ।


শুকিয়ে দিতে পার কি?
সৃষ্টির পটভূমি
স্বতঃস্ফুর্ততায় শতাব্দীর
নীল কোন সমুদ্রে ।