রাতের অন্ধকার -
শুধু ঝিম ঝিম শব্দ চারিদিকে ,
হাতে খুব একটা সময় নেই
আমার কোনকিছু বলার  
মনে হয় কেউ যেন ডাকছে আমায় ।


কলিংবেলের শব্দেও চমকে উঠলাম আমি -
এই বুঝি শেষ ,
জলের মতো বয়ে যায় ,
আমার সমস্ত শরীর কেপেঁ উঠে ।


মনে হয় সময় শেষ পেীছাঁতে হবে ষ্টেশন এ
অপেক্ষার লেশমাত্র নেই বুঝি আর ।


শুধু  দীর্ঘশ্বাস,
সমস্ত রঙিন আশ্বাস,
এ যেনো শুধু ডকুমেন্টারি-


বুঝতে দেইনি কোনোদিন ,
ভাবতেও পারিনি--
শুধু দীর্ঘশ্বাস একটা পর একটা
স্টেশন সাথে  সাব-স্টেশন ।
এতো সহজে মনে হয়
পার হতে পারবো না  ।


শীতলচোখ আর নিরিবিলি,
খিল আঁটা জানলা আর শুধু অপেক্ষার পালা -
ভিতরে শুধু গোত্রহীন প্রেসক্রিপশন
ঠিক ঠিক শুধু আর কিছু না
জীবনের শেষ ষ্টেশন ।।