যা কল্পনা তা জল্পনার অবসান নয় -
সুন্দরতম পৃথিবী সবাইকে -
হারিয়ে নেয় একদিন ।

তা বলে অশ্রু ফেলোনা -
ভেবো না আমি যাচ্ছি -
অন্তহীন গভীর কোন ভয়ংকর সাগরে ।

মৃতদেহ যখন চলে যায়-
কেঁদোনা কোনদিন
মনে কর কেবল কোন এক অনন্ত প্রেমে ।

যেমন মনে কর -
সূর্য অস্ত চলে যায় আবার চাঁদ ডুবে -
এটাতো এখানে শেষ নয় ।

সূর্য  উঠা কোন এক একটা সুন্দর সকাল
যখন কোন বীজ মাটিতে বপন করা হয়-
তা নুতুনভাবে জম্মাবেই -

বড় গভীর কুয়ায় বালতি যখন -
নামানো হয় তা খালি ফিরে আসে না ।

তাই মৃত্যু কোন
মরে যাবার কোন সুর নয়
তা আবার জেগে উঠার পথ সৃষ্টি করে -

যেমন বৃষ্টিতে ভিজলে
গা শুকাবে তেমনি

মৃত্যু হলে ফিরে আসবে
আবার তা অবধারিত

মৃত্য সবার কিন্তু তা জেগে উঠার পথ
যা কল্পনা তা জল্পনার অবসান নয় ।