শিশুরা কাদেঁ ,
ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীর স্পর্সে -

কাঁদে কেন জানেনা সবাই -
নিঃশ্চুপ বোধে তার জন্য কেউ কি করেছে ।

বিকশিত ফুলের হাসি-
ছোঁয়ে যায় নিস্পাপ সুন্দর আঁখি -

সুরের মুর্চ্ছনা -
সুপ্ত চেতনায় জাগাল জীবনের স্পন্দন ।

সৃষ্টির ধ্বংস আর আনন্দ -
বেদনার বহমান বার্তা

পূর্ণতা পেল ক্ষুদ্র দেহ মন-
অনুভব প্রকৃতির মায়াবী পরশে ।

পথের পানে-
ক্লান্ত পথিক  হাতছানি দিয়ে ডাকে

ভালবাসা -
বিনি সূতোয় বাঁধা যা অলেখা অন্তরে।