দেব তুমি এগিয়ে যাও
জীবনের স্বপ্নে দৃপ্ত পা বাড়াও
কণ্ঠে তোমার ধারন করো-
এগিয়ে যাওয়ার লক্ষে ।


বুকে তোমার অনেক স্বপ্ন
স্বপ্নে বুনে ধারণ করো
অন্ধকার কালো দুয়ার ভেঙ্গে
আলোর পথ খুজোঁ।


বয়স তোমার বলছে বলে
হাতটা বাড়াও আমার দিকে –
বেড়ে ওঠো ন্যায্য পাওনা বুঝে নাও
র্নিমল পরিবেশে স্বপ্ন ধারন করো
এগিয়ে যাও অনেক দূরে
জীবনের স্বপ্নে দৃপ্ত পা বাড়াও ।


কষ্ট করো দৃপ্ত কন্ঠে
গড়ো তোমার পথ-
তাই তো হবে একদিন
বিশ্বজয়ী দেব ।


ফুল ফুটে যাক চোখের চাওয়ার
শান্তনা পাক নিজের পাওয়ায় –
এই ভূবনে যেথায় থাকুক
স্রষ্টা তোমার সুখে রাখুক
এই তো মোর চাওয়া –
দেব তুমি এগিয়ে যাও –
জীবনের স্বপ্নে দৃপ্ত পা বাড়াও