ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে

মৃত্যুমাখা এক বেদনার তরু

শূন্যতার খালি চোখ -

চারপাশে  ধূসর আকাশ

জেগে থাকা স্বপ্নহীন আঁখি

ভেঙ্গে পড়া পাড়ভাঙা নদী-

বুকের মাঝে জেগে থাকা

নিভৃত পাথর ----

বিষের ছোবলে নীল দেহে

নেমে আসা  শীতল আধাঁর

নিখিল ঘুমিয়ে গেছে

রাতের চাদরে-

জোনাকিরা নিভে গেছে

সংসারের স্বপ্ন শুনে শুনে

জেগে আছো  শুধু তুমি

আমার দুঃখিতা

না পাওয়ার মাঝে শুধু পাওয়ার কান্নায় ।।