অনুভবে ভরা জীবনের প্রতিটি মুহূর্ত
অনুভবে ভরা জীবনের প্রতিটা অস্তিত্ব
অনুভবে ভরা জীবনের প্রতিটা স্বপ্ন
অনুভবের সব হারিয়ে যায় -
হয়তো থেকে যায় স্মৃতি ।


অনেক তো চাওয়া  আর পাওয়া ছিল
কিছুই  তো পাওয়া হয়নি আজও-
সময়ের স্রোতে যে ভার কাঁধে পরেছে  
পরাজিত হয়ে তবু ও নিতে হয় প্রস্তুতি ।


যে স্রোতে ভেসে যাবে
আমার অতীত এক মুঠো জ্যোৎস্নার প্রতীক্ষায় -
রাত্রির গভীরে সব বন্ধন
ছেড়ে চলে যেতে হবে একদিন।


সময়ের স্রোতে-
রাতের পর ভোর হয়তো আসবে
ঝড়ের কবলে পরে হয়তো
সকালটা আধাঁর হতেই পারে
তবু ও সময় যতই হঊক না প্রতিক্ষা
মেনে নিতে হবে আমায় আলোর প্রতীক্ষায়।