পৃথিবীর চরম ছোঁয়ায়
হাটতে চেয়েছি আমি -

কিন্তু দূরে ঠেলে দিয়েছে
পৃথিবী তার শক্তিতে ।

তার  কাছ থেকে
শিখতে চেয়েছি মনের আলপনায় ।

উদারতা - পরোপকারিতা আর মহৎকর্ম
বঞ্চিত করেছে আমায় তার আধিপত্য  ।

বলেছে আমায়  মিথ্যা বলতে শিখো
সমাজে মূল্য পাবে ।

আমি কিন্তু সে পথ চাইনা
পৃথিবীতে দীর্ঘ শ্বাস ফেলে -

ভালো মনের অধিকারী হতে চায়
যেখানে আছে শান্তির বসবাস।

পৃথিবীকে বলা হয়ে উঠেনি
আমার অপূর্ণতার কথাটি ।