শান্তিতে মা দু:খতে মা
হাসির চাওয়ার মাকে নিয়েই
সব পেয়েছি মা --


মামা বল, মামী বল, মাসী বল যখন
সব কিছুতে মিশে আছে একটা কথা ’মা’
মাছ বল, মাংস বল , মালাই বল পিঠা বল
সব কিছুতেই পাচ্ছি খুজেঁ মায়ের হাতের ছোঁয়া
হাসির মাঝে দু:খে মাঝে এই মোর পাওয়া ।


মায়ের আদর, মায়ের শাসন মায়ের বকাবকি
এইসব ছাড়া জীবন আবার সর্ম্পূন হয় নাকি -
মাগো আমার মা আমার
জীবন গড়ার সাথী
সব কিছুতে বড় হব
মায়ের হাতের ছোয়াঁয়
এই কথাই সত্যি হবে
মায়ের আদর পাওয়ায় ।


মা দিয়েছে সব আমরা দিয়েছি কি ?
মায়ের দেওয়ার সোধ হবার নয়
সবাই জান কি?


সবার কাছে একটা চাওয়া
সব মায়ের যেন বৃদ্ধাশ্রম না হয়
শপথ নিলাম সবাই মিলে
এইতো মোদের চাওয়া ।।