ক্ষুধার্ত আমি
পেটের জ্বালা কাটে রাতদিন


ছুটে যায় কোন এক অজানায়
বসে আছি আশায় সারাদিন


চেয়ে থাকবো
ভালো  খাবারের আশায়
ভাবি শান্ত মনে
হয়তো ছুড়বে খাবার
খাব দিন রাত ।


পাই নাই তো আর  কিছু
হতাশে ফিরে আসি বারে বার
ক্ষুধার  অভাবে
ভেবে মরি নিশিরাত ।


বাবা তো গেছে
মা ও নাই এখন আর
আদর করার কেউ নেই
নেই ঘর আমার


সাথি ফুটপাত-
সুখে,দুঃখে থাকি একা একা  


মনে মনে সান্ত্বনা
পেট ভরে খাবো দিন রাত -
যদি তবুও না হয়
ছুটে ছুটে যাবো নায় হয়  ডাস্টবিনে
সে খাবারের আশায় ।।