নি:শব্দ শুধু নীরবতায়
শূন্যতার চোখের পাতায়
মনে মনে ভাবি
কে কাকে চায়-
তুমি আমাকে নাকি আমি তোমাকে
হয়তো এই চাওয়ারেই কোন অস্তিত্ব নাই ।


অস্তিত্ব পাওয়া যেত তখনি
চাওয়াতেই তৃপ্তি  থাকতো তখনি –


বারান্দায় টবে ফুল ফোটে
ঝুলন্ত বারান্দার জানালায়
কুড়ানো জলে সে কী বাচেঁ
আমি কী বলবো
জলও তাহলে কুড়ানো যায়
তাহলে আছে ফুলের অস্তিত্ব
কতটা  আছে তার বেচেঁ থাকার প্রয়াস -


কেন আমার নাই -----


চঞ্চলতার মনের ভাষায়
বসে দুজনার আছে কত কথা
অজানা সুরের মূছর্নায়
শরতের নেশায় হাতের ছোয়ায় ।


জ্যোৎস্না ভরা রাতে
এ কি পূনর্তায় না কী শেষ ব্যথর্তায়
নাকি মিছে ভাবনা ।
তবু স্বপ্ন বুঝি তাই
থাকে আমার সবর্দায়
অলিক স্বপ্নতায়
মনের ভাষার হাজার সুরের
চাওয়ায় ।।