চাদেঁর আলোয় সাজিয়ে দিলাম
আসবে তুমি  কবে
বলার অনেক কথা ছিল
বলবো প্রাণ খুলে ।

তোমার হাসির প্রতিধ্বণী
আমার সারা মনে
আকাশ  ভরা তারার আলো
মুখে তোমার  ঝড়ে ।

তোমার হাসির ঝলকানিতে
অবাক যদি হই -

জীবনের আমার গহীন কোণে
পথে চলার পখ
মনের পাশে  থাকবে তুমি
বলবো প্রাণ খুলে ।

সবকিছু আজ
মিথ্যে  হল স্বপ্ন অনেক ছিল

ভালবাসার অনেক কথা
ঝটলা বেঁধে রইল ।।