আমি রাতের শেষে -
ব্যস্ত  ভোরের পাখি

সারাদিন সারাবেলা -
হাজারো কাজে ব্যস্ত থাকি

যদি কাজের ফাঁকে -
পাই একটু সময়

মনের মাঝে লুকিয়ে থাকা
কথাগুলি বলি ।

স্বপ্নময়  গড়া জীবনে -
ব্যস্ততার কোন মাঝে

ভালবাসার গড়া জীবনের-
কতনা চাওয়ায়

জীবনের আছে যত-
গ্লানি আর নিরাশায় ।

কষ্ট আছে থাকবে চিরদিন
জীবনের মাঝে-

জীবন যাবে না  থেমে অকারনে
কষ্টের প্রহর যদি শেষে  
অকৃত্তিম ভালবাসায় ।

থমকে যাবে না এই পৃথিবী
খুজে পাবে সে এক নতুন আশা ।।