বালুময় আলোর তারা, সৈকতের প্রানে  
ঢেউয়ের গজর্নে মন টানে ।


সমুদ্র মনে হয় কাছে ডাকে আমারে
আমি যে বড় একা তাই মনটা টানে তা প্রানে -


আমি সমুদ্রকে ভালবাসি তার বিশালতায়
সমুদ্রে আছে কত একাকীত্বের অজানা অনেক ঢেউ –


উত্তাল সেই কতকথা
আমার হাতের ইশারায়
আমি সমুদ্রকে কাছে ডাকি
তার কাছে মনে হয় আমার কত কথা আছে বাকি -


মনে হয় শুনেনি সে কী আমার ডাক
ভাটায় গেছে চলে আমার কথা
মনে কী ছিল কোন দোষ আমার
মনে আমার ছিল বলবো তাকে কতকথা ।


আমার উচ্ছ্বাসের কত সুর
এক তুফানে ভেঙ্গে গেল সব ঢেউ
বুঝে ও কী বুঝেনি আমারে
আমাকে কী করবে না তার সঙ্গী -


রেখে যাবো হারিয়ে যাবো
যেখানে যায় না দেখা
উত্তাল ঢেউয়ের কান্না
মনে হয় নেবে না আমায় ।।