জীবনের মূল্য কোথায় ?


জীবনে অনেক খবর আছে
খবরের কাগজের পাতায়
সোশাল মিডিয়ায় না হয় টেলিভিশনে -
প্রচুর দুর্ভাগা-
মানুষের খবর আসে আর যায় ।


যা কিনা খেতে না পারা অনাহারা শিশু
সব হারিয়ে নিঃস্ব কোন বৃদ্ধ
না হয় আগুনে দগ্ধ
না হয় পরকীয়ায় মৃত্যু -
সেটা দেখে দেখে আমাদের ঘুম ভাঙ্গায়
আর আমাদের বড় মায়া হয় ।


আমরা জিব নেড়ে চুকচুক করে
সহানুভূতি সূচক একটা শব্দ করে
চ্যানেল পাল্টাই এই আর কি।
একটু কল্পনা করি যদি দেখি
তুমি পা ভেঙ্গে রাস্তায় পড়ে আছো।


কেউ তোমার ছবি তুলে -
ফেসবুকে দিল
সেটি সাথে সাথে-
ভাইরাল হয়ে গেছে


হাজার হাজার লাইক উঠছে
সবাই ”আহারে” টাইপ কমেন্ট করছে
যতক্ষণ না কেউ এসে -
তোমাকে রাস্তা থেকে -
তুলে হাসপাতালে নিচ্ছে ।


এত হাজার হাজার মানুষের
সহানুভূতিতে তোমার -
পায়ের যন্ত্রণা কি এতটুকু কমেছে ?


তুমি কী ভাবছো সেটা বিষয় না
যতক্ষণ না মাঠে নেমে
আমরা সেটিকে সত্যি করছি
এই ভাবাভাবির কোন মূল্য নেই ।


(এটা একটু গদ্য আকারে লিখলাম ) শুভেচ্ছা  নিরন্তর