ছড়া-কবিতা
(একটি সামাজিক চেতনার বহিঃপ্রকাশ!)
বেহুঁশ মানুষ
-অসিত কুমার মন্ডল
চারিদিকে সবাই পাগল
আমি একাই মানুষ,
জড় জীবন নিয়েই শুধু
হয়ে পড়েছি বেহুশ!
জমি- জমা, গাড়ি-বাড়ি
টাকা পয়সার জন্যে,
মরিয়া হয়ে উঠেছি শুধু
হয়ে গেছি হন্যে!
এসব আমার লাগবে কিসে?
কোন পূণ্যের কাজে?
জানিনা তবু ছুটছি কেবল
সকাল বিকাল সাঁঝে।
ভোগ- লালসা-স্বার্থবাদী
চিন্তা আমার মনে,
এই নিয়ে কাটছে জীবন
সদা- সর্বক্ষণে।
এসব চিন্তা যাদের মাথায়
নেই তারা পাগল!
নশ্বর চিন্তায় মাথাটা তাই
পাকিয়ে গেছে তালগোল!
তাং-০৭/০৪/২০০৩