অগণিত মন দোলা দেয় মনে,
পূষ্প-গন্ধের মতো ছড়িয়ে পড়ে নীরুদবাহনে-
কোন সে মন আমি জানি না।
ভালবাসার হাজার পূষ্পকাননে-
ফোটে সুবাসিত, সুরভিত প্রসুন;
কোন সে প্রেম-পাপড়ি-
পূষ্পদল হ’তে অবিরত ঝ’রে পড়ে;
সে-তো মনের আঁকশিতে কখনো না বেঁধে।

মানবীর মন-এক বিচিত্র জগৎ!
সহস্র নক্ষত্রদলের ভীড়ে-
ধ্রুব-নক্ষত্র যেমন থাকে স্থির;
নারী মন যেন সেই উত্তাল মন্দানীল।
কখনো বৃন্দ হ’তে ঝ’রে পড়ে-
কখনো উর্মিমালার মতো সৈকতিল।
আবার সে ফল্গুধারা হ’য়ে-
ছুটে আসে প্রেমনদীর কোলে।


আমি খুঁজে ফিরি সেই বিচিত্র নারী মন।
অন্তঃসলিলার মতো প্রেম বারিধির বুকে-
কাটি অন্তহীন সাঁতার।


( প্রেমস্বর্গ- কাব্যগ্রন্থ থেকে)