একুশ এখন জগৎবাসির
- অসিত কুমার মন্ডল
আমার একুশ তোমার একুশ
একুশ সবার গর্ব;
একুশ যে আজ বিশ্ববাসির
একুশ তো নয় খর্ব!
একুশ এখন অধিকারের
সবার রণ-তূর্য;
একুশ এখন মায়ের ভাষায়
কথা বলার সূর্য!
প্রাণের একুশ মনের একুশ
একুশ রক্ত কণিকায়;
একুশ এখন জগৎবাসির
ছয়শ কোটির চেতনায়।
একুশ এখন বিশ্ব-প্রাণের
জ্ঞানের দীপ্ত আলো;
বিনাশ করবে একুশ এবার
মনের তিমির-কালো।
হয়ত:একুশ উঠবে রেঙে
নতুন কোনো কল্পনায়;
আগামিতে আসছে সে দিন
থাকতে হবে অপেক্ষায়!
তাং-২০/০২/২০
[ছড়া-কবিতাটি-ছড়ার রঙে উঠব রেঙে-ছড়াগ্রন্থের অন্তর্ভূক্ত]