কতোটুকু জেনেছো তুমি?
সতত উদ্ধতশীরে গর্ব ক'রে বলো
আমি বড় আমি মহৎ।
কিন্ত কতোটুকু জেনেছো তুমি?
অনন্ত সৃষ্টির প্রচ্ছন্ন ইতিহাস।


কতো কাল গেল, কতো যুগ গেল
কতো বছর, কতো শতাব্দি ;
কতো প্রত্যাসন্ন মুহূর্ত  হ'লো বিলীন ।
কতো মনন্তর পৃথিবীকে মাড়িয়ে
লাশে লাশে স্তূপ করি।
কতো সাইক্লোন, টর্ণেডো, হারিকেন
প্রলয় নৃত্যে নিখিল বিশ্বের
মহা সৃষ্টির বিধ্বংস করি!


কতো জলোচ্ছ্বাস, কতো মহামারি
কতো রক্তক্ষয়ী বিক্ষোভ ।
কতো অগ্নিকান্ডের দাবানল দাহ
বিশ্বকে করি বুভুক্ষু গ্রাস!
কতো ভূমিকম্প, পৃথিবীকে কাঁপিয়ে
কতো ইমারত, গগনচুম্বি অট্টালিকা
কতো প্রাচীর বিধ্বস্ত করি,
কতো মানুষের নীচে ফেলি-
জীবন্ত সমাধি রচনা করি।
কতোটুকু জেনেছো তুমি তার?


১৯ সেপ্টেম্বর, ১৯৯৪ খ্রিঃ


( কবিতাটি- প্রকাশিতঃ ‘প্রতিবাদী’ - কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।)


How much do you know?
- Ashit Kumar Mondal
How much do you know?
Always say proudly
I am great, I am great.
But how much do you know?
The Hidden History of Eternal Creation.


How long has it been, how many ages have passed
How many years, how many centuries;
How many expected moments have disappeared.
How many thoughts trampled the world
I piled up corpses.
How many cyclones, tornadoes, hurricanes
The whole world danced in the deluge
Destroy the great creation!


How many floods, how many epidemics
What a bloody protest.
How many fires are burning
Hungry swallow the world!
How many earthquakes, shaking the earth
How many buildings, skyscrapers
How many walls I break down,
under how many people -
Composing a living tomb.
How much do you know him?


September 19, 1994 AD
         (Included in Published: ‘Protibadi’ -Kavya Granth.)