সবাই স্বার্থপর
-অসিত কুমার মন্ডল

কেবা শত্রু আর কেবা মিত্র,
চারিদিকে দেখি শুধু স্বার্থের চিত্র।
কেবা আপন আর কেবা পর,
সবাই আপনার তরে স্বার্থপর ।
আত্মীয় বলো, বোন, ভগ্নী-দারা,
সবার চেতনায় স্বার্থের ধারা।
হিসাবের বেলা সবাই যে সুক্ষ্ম
সব গরমিল হলে ব্যবহার রুক্ষ!

কে প্রতিবেশী আর কে স্ববংশীয়?
সর্বস্য দিলেও হবে না আদরণীয়।
সবাই শুধু পেতে চায় ষোলআনা,
সেখানে কোনো হিসেবের নেই মানা।

যদি তুমি দিয়ে দাও সব,
তবুও শুনতে পাবে দাও দাও রব!

তাং-১২/০৩/২০২৫