জেগে ওঠে বসন্ত
-- অসিত কুমার মন্ডল

জেগে ওঠে বসন্ত হৃদয়ের তারে
ফাগুনের প্রথম স্পর্শনে!
আজ ফুল ফুটেছে গাছে গাছে
কোকিল ডাকে ক্ষণে ক্ষণে।

পলাশের ডাল আজ রক্তিম-লাল
চারিদিকে পাতা ঝরার সুর;
শৈতকাল বিদায়ের আভাস জানায়
দক্ষিণা মলয় নহে বেশিদূর।

কৃষ্ণচুড়ার ডালে ডালে আজ
ফাগুন রাঙা আগুন-জ্বলা!
শিমুলের রক্তিম উজ্জ্বলতায় যেন
বাসন্তীর আগমনি চঞ্চলা।

সুদূর অতীত হ'তে বাংলার বুকে
ফাগুন আসে নববেশ ধরি ;
ফুলের সৌরভে মেতে ওঠে ধরণী
গুঞ্জনে গুঞ্জনে উচ্ছল মধুকরি।

বসন্ত এসেছে আজ মনের দ্বারে
রঙের বারতা নিয়ে চেতনায় ;
ভালবাসার রঙতুলিতে জেগেছে রঙ
নতুন প্রচ্ছদে - রঙিন কল্পনায়!

চারিদিকে বাসন্তীর উদয় আভাস
লালে লাল আজ সারা ধরণী ;
বরণের ডালা নিয়ে সকলে এসো
আপামর বাঙালি-কুলবধু-ঘরনী।
তাং-- ১৩/০২/১৮ ( ১লা ফালগুন)

[কবিতাটি-ফাগুনে আগুন জ্বলে-কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত]