কেউ মূল্যায়ন করে সরকারি চাকুরি দেখে
কেউ করে টাকা পয়সা দেখে
কেউ করে শিক্ষাগত যোগ্যতা দেখে
কেউ করে সৌন্দর্য্য দেখে
কেউ করে পারিবারিক ঐতিহ্য দেখে


জুটির হিসাব মেলানো বড্ড মুশকিল
কার ভাগ্যে কতটুকু পেল সেটা যাচাই করা আদৌ কি ঠিক?

দু'জনের ভালোবাসায় টিকে যদি সংসার
নশ্বর জগতে বিষয়-সম্পত্তি সবই অসার


নায়ক নায়িকার মত সম্পর্কগুলো সিনেমা নাটকে যুতসই
      বাস্তবিকতার ছাপে রংগ তামাশা
            ক্যামেরাবন্দী হিসেবে মানানসই


বিবাহ সম্বন্ধের ধুম্রজালে খুঁজি ফিরি হাই প্রোফাইল নারী-নর
বংশ,বিত্ত যাচাই করে পায় কি সবে সঠিক কনে-বর?


মানুষটাকে যাচাই করি বর্ণবাদী নয় তো
বয়সকালে ধূলিসাগরে ঠিকানা মিলিবে বংশ,বিত্ত,বর্ণ,গোত্র হয়তো


-বিয়ে