ভাগ্য দেবী ঘুমিয়ে আছে ইশ্বর-আলয়ে
হয়ত দেখা হবে সবে নিষ্ঠুর যমালয়ে
ধর্মবিভেদ ভুলে গেছে সবে আজরাইল নাকি যম
সব বুঝি এখন এককাতারে গৃহবন্দীর সম
এতোদিন খাঁচায় ভরে উপভোগ করতে জীবজন্তুর সন্ধি
মহামারী  গোটা বিশ্বকে করেছে সেই দালান খাঁচাতেই বন্দী
আহা কি এক আজব ফন্দী!
মৃত্যুপুরীতে দেখছ নাকি যমদূতেরই নৃত্য
ধনাঢ্য দেশগুলো হায় রোগের কাছে ভৃত্য
অবুঝ প্রাণীর প্রাণ নিয়েছিলে খাদ্য অফুরান সত্ত্বে
আজ মানুষ কাঁদে ক্ষুধায়, দিন কাটায় একাকিত্বে
উন্নত দেশগুলো আজ রোগের কাছে হচ্ছে পরাজিত
মূল্যবান জীবনগুলো যেন আজ জীবন্মৃত!


গেল লক্ষ লক্ষ প্রাণ
মানুষ তুমি নিয়ে যেতে পেরেছ কি সঞ্চিত যত অর্থ?
প্রাণ থাকাকালে বুঝেছ কখনো বেঁচে থাকার মর্মার্থ!


একদিন না হয় যেতেই হবে আজ না হলে কাল
সদাচারের এটাই বুঝি এলো ক্রান্তিকাল
পরার্থে সেবায় মাতি ভালো কর্ম হবে সাথি
জন্ম তবে সার্থক, ধরণী হবে তুষ্ট
মৃত্যুপরেও স্মরণ করবে  মহাকাল চিনবে অপার বিশ্ব!


-ক্রান্তিকাল
-অস্মিতা তালুকদার
১৫/৪/২০২০