আমি বাতাসের কাছে ঋণী
আমার ভালোলাগার অনুভূতি শিখিয়েছিলে


আমি সাগরের কাছে ঋণী
আমায় মনোজগতের বিশালতা দেখিয়েছিলে


আমি নদীর জলের কাছে ঋণী
আমায় সময়ে সাথে নিজস্ব গতি পরিবর্তন শিখিয়েছিলে


আমি পাহাড়ের কাছে ঋণী
আত্মমর্যাদায় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলে


আমি বর্ষীয়ান বৃক্ষের কাছে ঋণী
মাটিকে আঁকড়ে রেখে উন্নত শিরে আকাশ ছুঁতে পেরেও
   বিনয় শিখিয়েছিলে


আমি আকাশের কাছে ঋণী
উন্মুক্ততার মহিমা ও বিশালতা শিখিয়েছিলে


আমি মাটির কাছে ঋণী
শত কষ্টকে ধরে রেখে ধৈর্য্য,সহিষ্ণুতা ও ত্যাগ শিখিয়েছিলে


আমি সময়ের কাছে ঋণী
আমায় যথাযথ ব্যবহার ও মূল্যায়ন শিখিয়েছিলে


-প্রকৃতি ও শিক্ষা